![]() |
সাত সালাম |
লেখকঃ মোঃ ইসমাইল হোসাইন
সাত সালামঃ
প্রথম সালামঃ
سَلٰمٌ ۟ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِیۡمٍ
সালা-মুন ক্বওলাম মির রব্বির রহি-ম।
অর্থ :করুনাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।
(সূরা-ইয়াসিন, আয়াত নং-৫৮)
দ্বিতীয় সালামঃ
سَلٰمٌ عَلٰی نُوۡحٍ فِی الۡعٰلَمِیۡنَ
সালা-মুন আলা- নু-হিন ফিল আ-লামি-ন।
অর্থ: বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
(সূরা-আস ছাফফাত,আয়াত নং-৭৯)
তৃতীয় সালামঃ
সালা-মুন আলা- ইবর-হিম।
অর্থ: ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক।
(সূরা-আস ছাফফাত, আয়াত নং- ১০৯)
চতুর্থ সালামঃ
سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ
সালা-মুন আলা- মূ-সা ওয়া হারু-ন।
অর্থ: মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক।
(সূরা-আস ছাফফাত, আয়াত নং-১২০)
পঞ্চম সালামঃ
سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ
সালা-মুন আলা- ইলইয়াসি-ন
অর্থ: ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।
(সূরা-আস ছাফফাত, আয়াত নং-১৩০)
ষষ্ঠ সালামঃ
سَلٰمٌ عَلَیۡکُمۡ طِبۡتُمۡ فَادۡخُلُوۡهَا خٰلِدِیۡنَ
সালা-মুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খলিদি-ন।
অর্থ: তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো।
(সূরা-আয যুমার, আয়াত নং-০৬)
সপ্তম সালামঃ
سَلٰمٌ ۟ۛ هِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ
সালা-মুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর্।
অর্থ: এটা নিরাপত্তা,যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
(সূরা- আল ক্বদর,আয়াত নং-৫)