![]() |
আয়াতে শিফা |
লেখকঃ মোঃ ইসমাইল হোসাইন
আয়াতে শিফাঃ
আসুন জেনে নেই আয়াত গুলো কি কি,অর্থ সহ বাংলা উচ্চারন।
প্রথম আয়াতঃ
وَيَشْفِ صُدُورَ قَومٍ مُؤمِنِينَ٠
উচ্চারণঃ ওয়া ইয়াশফি ছুদূরা ক্বাওমিম মু’মিনীন।
অর্থঃ আল্লাহ তা’আলা মু’মিনদের অন্তরে প্রশান্তি দান করবেন।
দ্বিতীয় আয়াতঃ
وَشِفَاءٌ لِّمَا فِى الصُّدُرِ٠
উচ্চারণঃ ওয়া শিফা-উল্ লিমা-ফি ছছুদূর
অর্থ: এবং এই কোরআন অন্তরব্যাধির আরোগ্য বিধান।
তৃতীয় আয়াতঃ
يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُه فِيهِ شِفَاءٌ لِّلنَاسِ٠
উচ্চারণঃ ইয়াখরুজু মিম বুতূনিহা-শারা-বুম মুখতালিফুল আলওয়া-নহু ফীহি শিফাউল লিন-ন্নাস।
অর্থঃ তার পেট হতে নির্গত হয় বিচিত্র রঙের পানীয়, যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে।
চতুর্থ আয়াতঃ
وَنُنَزِّلُ مِنَ القُراٰنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحمَةٌ لِلمُؤمِنِينَ٠
উচ্চারণঃ ওয়া নুনাযযিলু মিনাল কোরআনী মা-হুওয়া শিফাউওঁ ওয়া রাহমাতুল লিলমু’ মিনীন।
অর্থঃ এবং আমি কোআনের এমন আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে মু’মিনদের রোগমুক্তি ও শান্তি লাভ হয়।
পঞ্চম আয়াতঃ
وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشفِينَ٠
উচ্চারণঃ ওয়া ইযা-মারিদ্বতু ফাহুওয়া ইয়াশফীন।
অর্থ: এবং আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন।
ষষ্ঠ আয়াতঃ
قُل هُوَ لِلَّذِينَ اٰمَنُوا هُدًى وَّشِفَاءٌ٠
উচ্চারণঃ ক্বুল হুয়া লিল্লাজিনা আ-মানু হুদাও ওয়া শিফা।
অর্থ: আপনি বলে দিন, এটা ঈমানদারদের জন্য পথ নির্দেশ ও রোগমুক্তি প্রদায়ক।